অনলাইনঃ

দীর্ঘ ২৫ বছর মাদক বিরোধী আন্দোলনে সক্রীয়ভাবে অংশ গ্রহনের ফলে তাঁকে ডক্টর অব মানব শিখা বারিধি উপাধিতে ভুষিত করেন।

জাহিদ আহমেদ চৌধুরি বাংলা অনলাইন পত্রিকা বাংলাডেইলি২৪ ডট কম এর উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে আছেন।

তাঁর প্রতিষ্ঠিত৷ মাদক বিরোধী সংগঠন ঝলক ফাউন্ডেশনে দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে দেশে মাদকের বিরুদ্ধে জাহিদ সোচ্চার, তার সংগঠনে অনেক গুনি মানুষ জড়িত আছেন। যাঁরা জড়িত আছেন তাঁদের মধ্যে জাহিদ আহমেদের পিতা মনসুর আহমেদ একজন অন্যতম উপদেষ্টা। মনসুর আহমেদ চৌধুরি জাতিসংঘের সাবেক সদস্য হিসেবে সফল একজন সমাজসেবক। মা মরহুমা- জেসমিন রহমান বিটিভির সাবেক সংবাদ পাঠিকা।

ভারতের জঙ্গিপুর মানবশিক্ষা রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ অনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সনদ তুলে দেন কবি প্রভাত চৌধুরি, সম্পাদক, কবিতা পাক্ষিক, মৃনাল কান্তি সাহা, সম্পাদক কফি হাউজের চার পাশে, কবি মুরালি সিংহ, পশ্চিম বঙ্গ সরকারের গেজেটেড অফিসার, জয়দিব সূখার্জি, প্রধান শিক্ষক, এইচ এস স্কুল, কবি চন্দ্রদিপা সেন শর্মা, হারাধন চৌধুরি, প্রধান সম্পাদক,দৈনিক বর্তমান, বাচসাসের সাবেক সভাপতি, সাংবাদিক রফিকুজ্জামান।

জাহিদ আহমেদ চৌধুরি সকলের দোওয়া প্রfর্থী।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily