রাজনীতিঃ
সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধানপৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের ডাকা দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটিতে সারাদেশ থেকে আরো ১২ জন নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

বুধবার ০৫ অক্টোবর দুপুরে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্’র সুপারিশক্রমে উক্ত ১২ জন নেতার সদস্য হিসেবে অন্তর্ভূক্তি অনুমোদন দেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ।

এতে যাদের নাম তালিকাভূক্ত করা হয়েছে, তারা হলেন- সাবেক এমপি আব্দুল গাফ্ফার বিশ্বাস(খুলনা), মুক্তার উদ্দিন মাসুম(ঢাকা), খন্দকার নূরুল আনোয়ার বেলাল(ঢাকা ), মোস্তাকুর রহমান মোস্তাক(ভিপি মোস্তাক), ঢাকা, মিজানুর রহমান দুলাল(পটুয়াখালী), সাইফুল ইসলাম পিটু(ঢাকা), মো.নজরুল ইসলাম(ব্রাহ্মণবাড়িয়া), জহির উদ্দিন(ঢাকা), হাসনা হেনা(ভোলা),ডা. সেলিনা বেগম(ঢাকা), মনোয়ারা তাহের মানু(ঢাকা) ও শেখ রুনা(খুলনা)।

বেগম রওশন এরশাদ স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily