জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। এবং সাধারণ সম্পাদক পদে পুন: নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন।

বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। রাত সোয়া ৮টার দিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ আলমগীর এ ফলাফল ঘোষণা করেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে টানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট ১ হাজার ৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ ভোট পেয়েছেন ৪৩১ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন ফরিদা ইয়াসমিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট। এদিকে সিনিয়র সহ-সভাপতি পদে ওমর ফারুক ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভুঁইয়া ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহেদ চৌধুরী ৫৯৯ ভোট, মাঈনুল আলম ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ শ্যামল দত্ত পেয়েছেন ৫৯৩ ভোট। এছাড়া জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ১০টি কার্যনির্বাহী সদস্য পদে ২৬ প্রার্থী লড়েন। এদের মধ্যে বিজয়ী হয়েছেন সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে কুদ্দুস আফ্রাদ, কল্যাণ সাহা, শামসুদ্দিন আহমেদ চারু, শাহনাজ বেগম, বখতিয়ার রানা, রেজোয়ানুল হক রাজা, সানাউল হক, হাসান আরেফীন, সৈয়দ আবদাল আহমেদ ও জাহিদুজ্জামান ফারুক। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মোহাম্মদ শাহ আলমগীরকে নিয়ে ৫ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily