জাতীয় পার্টি থেকে সোহের রানার পদত্যাগ

রাজনীতিঃ

জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ক্ষোভ ও অভিমান থেকেই তার এই পদত্যাগ বলে জানা গেছে।

একইসাথে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতির পদও ছেড়ে দিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।

গত ১০ অক্টোবর, রবিবার তিনি রেজিস্টার্ড ডাকযোগে জাপা চেয়ারম্যান জিএম কাদের বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগের কারণ জানাতে গিয়ে সোহেল রানা বলেন, ‘তৃণম‌ূ‌লের নেতাকর্মী‌দের অবমূল‌্যায়ন, যা‌দের ত‌্যাগ ও শ্রমে এ দল প্রতি‌ষ্ঠিত সেই ত‌্যাগী‌ নেতাকর্মী‌দের ব‌ঞ্চিত করাসহ নানা অ‌নিয়‌মের কার‌ণে পদত‌্যাগ করেছি।’

যেই দ‌লে ত‌্যাগী‌দের মূল‌্যায়ন নেই সেই দ‌লে থাকার প্রশ্নই ওঠে না বলেও মন্তব্য করেন তিনি। এসব কারণেই পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতিসহ সব পদ-পদ‌বি থে‌কে পদত্যাগ ক‌রেন বলে জানান আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় এই চলচ্চিত্র নায়ক।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন সোহেল রানা। ছাত্রলীগের এই তুখোড় নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের ভিপি।

জাতীয় পা‌র্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান হু‌সেইন মুহম্মদ এরশাদের হাত ধ‌রে ২০০৯ সালে দলটিতে যোগ দেন সোহেল রানা। তাকে সে সেময়ই চেয়ারম্যান এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস‌্য করা হয়।

-বি

FacebookTwitter