রাজনীতিঃ
মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বসানো হয়েছে।পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে নিয়োগ দেন।

আজ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব হিসাবে মশিউর রহমান রাঙ্গা এমপি’র স্থলাভিষিক্ত হবেন। জাতীয় পার্টির গঠণতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অদ্য ২৬শে জুলাই ২০২০ থেকে কার্যকর হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily