জাতীয়ঃ
করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতির কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

বুধবার (১৪ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের কারণে গত বছরেও ঈদের জামাত জাতীয় ঈদগাহে হয়নি। এবার সেই ধারাবাহিকতা রয়েই যাচ্ছে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় জনসমাগম এড়াতে জাতীয় ঈদগাহে ঈদের জামাতের বাতিল করা হয়েছে।

তবে এলাকাভিত্তিক ছোট ছোট জামাতগুলো অনুষ্ঠিত হবে। তবে করোনার কারণে সেটিও নিরুৎসাহিত করছি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily