নিজস্ব প্রতিবেক:

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে রাজধানীর একটি হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আনিসুজ্জামানের পুত্র আনন্দ জামান এ তথ্য জানিয়ে বলেন, ‘অবস্থা সংকটাপন্ন না হলেও তার শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। আজ (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সিএমএইচে নেওয়া হয়েছে। এখানে তিনি ডাক্তারদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই কথা বলেছেন। কিন্তু শারীরিক সমস্যায় বেশ কষ্ট পাচ্ছেন এবং তার স্মৃতিভ্রম হচ্ছে। ‘

আনন্দ জামান আরো বলেন, ‘আব্বার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে তার বয়স ও অসুস্থতার কারণে তাকে নিয়ে বেশ উদ্বিগ্ন আছি আমরা। তাঁর শারীরিক সমস্যার উন্নতির জন্য সবার কাছে দোয়া চাইছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বডুয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।’

তিনি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত ২৯ এপ্রিল রাজধানীর ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে ২ মে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

-এফকে

FacebookTwitter