তোফাজ্জল হোসেন মঞ্জু ডেমার থেকেঃ
ডোমার নীলফামারী সংবাদদাতাঃ বাবা লুৎফর রহমানের ২৪ শতাংশ পুকুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ৬ ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল তারই জেরে গত রবিবার ভাতিজা খুন করলো চাচাকে ।

ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের গোসাইগঞ্জ এর শিমুলতুলি গ্রামে।
গত রবিবার বিকালে বাড়ীর সামনে পুকুরে মাটি কাটাকে কেন্দ্র করে এক দিকে ২ ভাই রফিকুল ও মফিজার, অন্যদিকে চার ভাই রমজান, বাচ্চু, ভুট্টো, বিটুল ও তাদের পুত্রদ্বয় এবং স্ত্রী কন্যারা বিরোধে জড়িয়ে পড়ে এবং রফিকুল ও মফিজারকে পুকুরে মাটি কাটতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ।

এক পর্যায়ে চার ভাই ও তাদের সন্তান মনির(২০) ও মবিন(১৮) মারমুখী হয়ে রফিকুল,মফিজার ও মফিজারের ছেলে জিকরুলের উপর আক্রমন করে এবং লাঠিসোটা,দা-কোদাঁল দিয়ে কোপাতে থাকে এক পর্যায়ে মনির কোদাল দিয়ে চাচা রফিকুলকে (৬০) কোপ মারলে ঘটনাস্থলে রফিকুল মারা যায়।

মফিজার(৫৫) ও তার ছেলে জিকরুলকেও(২৫) কোপাতে থাকলে তারা প্রানে বেচে গেলেও গুরুতর আহত হয় ।

বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডোমার থানার পুলিশ এসে সুুুুুুুুুুুুুরতল রির্পোট করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এই ব্যাপারে ডোমার থানার ওসি মাহমুদুন নবি মারামারিতে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily