বিনোদনঃ
ভারতের অভিনেতা কুশল পাঞ্জাবির আত্নহত্যার রহস্য উদঘাটিত না হতেই আরেকটি আত্মহত্যার খবর। শুক্রবার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন ভারতের টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ সেজল শর্মা।

সেজল শর্মাকে মুম্বাইয়ের মীরা রোডের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশ এবং সেজলের ঘনিষ্ঠরা মনে করছেন ব্যক্তিগত কোনো কারণেই আত্মহত্যা করেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয় অভিনেত্রীর। শুক্রবার আত্মহত্যা করেন তিনি। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা তদন্ত করছে পুলিশ।

ধারাবাহিক ‘দিল তো পাগল হ্যায় জি’তে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন সেজল শর্মা। আমির খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এছাড়া ‘আজাদ পারিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily