জজ কোর্টের লিফট আছড়ে পড়ে ১০ আরোহী আহত

অনলাইনঃ
ঢাকার জজ কোর্টের পুরাতন ভবনের লিফট বিকল হলে আটকে পড়া ১০ জন আরোহী আহত হয়েছেন।

আরোহীরা লিফটের ভেতরে থাকায় লিফটি সজোরে নীচের দিকে আছড়ে পড়লে আরোহীরা আহত হন। তাঁদের স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকার দায়রা জজ আদালত পুলিশের (হাজতখানা) পরিদর্শক মইনুল ইসলাম এ তথ্য জানান।

মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর জেলা জজ আদালতের পুরোনো ভবনের লিফট ছিঁড়ে পড়ে। লিফটে ৮ থেকে ১০ জন লোক ছিলেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাশে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের ম‌ধ্যে ৫ জ‌নের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন, মিথুন, জাহাঙ্গীর, সুমন, সোহাগ, আমিনুল, আইয়ুব আলী, সুলতান, সুজন, নাজমা আক্তার ও অজ্ঞাত একজন।
খোঁজ নিয়ে জানা যায়, ছিঁড়ে পড়া লিফটি অনেক পুরোনো। জেলা জজ আদালতের পাঁচতলা ভবনটি পুরোনো ভবন নামে পরিচিত। ভবনের পূর্ব পাশে একটি লিফট দিয়ে বিচারপ্রার্থীরা ওঠানামা করে আসছিলেন।

লিফটটিতে আগেও অনেক যান্ত্রিক ত্রুটি হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।

-ডিকে

FacebookTwitter