সারাদেশঃ
সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার ভোর থেকে শাহজাদপুর উপজেলার উকিল পাড়ার শিক্ষক ফজলুল হকের বাড়ি ঘিরে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

২০ নভেম্বর, এই অভিযান চালাচ্ছে র‌্যাব-১২’র একটি দল।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করে।

স্থানীয়দের মতে, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে এক নারী ভাড়া থাকেন। কয়েকমাস আগে বগুড়া থেকে দুইজন লোক ওই বাড়িতে এসে থাকা শুরু করে। এর মধ্যেই শুক্রবার ভোর থেকে ওই বাড়ি ঘিরে অভিযান শুরু করেছে র‌্যাব।

আশিক বিল্লাহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টা থেকে একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। ভেতরে একাধিক সশস্ত্র ব্যক্তি রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে র‌্যাব-১২’র এএসপি মহিউদ্দিন মিরাজ জানান, ওই বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে সন্দেহে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ওই বাড়ি ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই অভিযান শেষ হলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন মহিউদ্দিন মিরাজ।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily