অনলাইনঃ
ছেলেকে হারিয়েছেন বাবা। সেই শোক এখনো বুকে রয়ে গেছে।

এদিকে ছেলেকে মারা যাওয়ায় বিধবা হয়ে পড়েন পুত্রবধূ। তবে তার জীবনটা শেষ হয়ে যেতে দেননি শ্বশুর। পিতৃ স্নেহে পুত্রবধূকে আবার বিয়ে দিয়েছেন। পুত্রবধুকে অন্যত্র বিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার।

জিনিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার রাতে ভবতারিণীর মন্দিরে বিধবা পুত্রবধুকে মেয়ের স্নেহে বিয়ে দিয়েছেন শ্বশুর মুকুন্দ মাইতি।

তিনি বাড়জিশুয়া গ্রামের বাসিন্দা। ছেলে অমিত মাইতি হঠাৎই মারা যান। গত বছরের ডিসেম্বরে মহীশূর থেকে মহীশূর হাওড়া এক্সপ্রেসে কাজ সেরে বাড়ি ফেরার পথে ভুবনেশ্বরে অসুস্থতার কারণে ট্রেনেই মারা যান অমিত। তারপর প্রায় সাত মাস নিজের মেয়ের মতোই মুকুন্দ মাইতি তার পুত্রবধূকে বাড়িতে রেখেছেন।

অবশেষে নিজ উদ্যোগে পাঁশকুড়া ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা এলাকার বাসিন্দা স্বপন মাইতির সঙ্গে বিধবা পূত্রবধূর বিয়ে দিলেন মুকুন্দ।

বিয়ের পর ঘটা করে বৌভাতও হয়েছে মন্দিরে। মুকুন্দ মাইতির এই উদ্যোগকে প্রশংসায় করেছেন এলাকার মানুষ।

পুত্রবধূ উমা মাইতি জানান, উনি আমার শ্বশুর নন, স্বয়ং বাবা। তিনি বাবার ভালোবাসা-স্নেহে আমার জীবন ভরিয়ে দিয়েছিলেন। এক সময় যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নিজের মেয়ের মতন আমায় আগলে রেখেছিলেন, সাহস জুগিয়েছিলেন, প্রেরণা জাগিয়েছিলেন এই মানুষটা। তার কথা আমি কখনোই ভুলবো না।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily