অনলাইনঃ

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে সাধারণ ছুটি। তবে এ সময় সরকারি চাকরিজীবীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা জারি থাকবে।

সাথে সাথে ঈদে যাতে কেউ ঢাকা শহর ছাড়তে না পারে সে জন্য গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

১৩ মে, বুধবার ছুটি বাড়ানোর এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। খুব শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। সপ্তম ধাপে বাড়ানো হচ্ছে এ ছুটি।

এর আগে, গতকাল (১২ মে, মঙ্গলবার) তিনি বলেছিলেন, করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং ঈদের আগে মাত্র ৪ কর্মদিবস থাকায় অফিসগুলো না খুলে সাধারণ ছুটি ঈদ পর্যন্ত বাড়তে পারে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী মোকাবিলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। এরপর আবারো তৃতীয় দফা ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চতুর্থ ধাপে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। পরে পঞ্চম ধাপে তা আরো বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। তারপর ষষ্ঠ ধাপে ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। এবার সপ্তম ধাপে ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হলো।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ও শনাক্তে সর্বোচ্চ সংখ্যা ছাড়িয়েছে আজ। গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬২জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮২২ জনে। ২৪ ঘণ্টায় সারা দেশে সুস্থ হয়েছেন ২১৪ জন। যা মোট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬১ জনে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily