প্রশাসনঃ
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি আরো বাড়ানো হয়েছে।
আগামী ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২২ এপ্রিল, বুধবার এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
করোনাভাইরাস মহামারী মোকাবিলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল।
এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। এরপর আবারো তৃতীয় দফা ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চতুর্থ ধাপে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পঞ্চম ধাপে বাড়ানো হচ্ছে ছুটি।
-ডিকে