আন্তর্জাতিকঃ
ভারতে বাড়ির ছাদ ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়লো হরিণ। ১০ মে, রবিবার মুম্বাইয়ের পোয়াইয়ের বস্তি এলাকায় এই ঘটনা ঘটেছে।

চিতাবাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। পরে বন বিভাগের কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে।

এই ঘটনার ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন খবর প্রকাশ ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার।

ভিডিওতে দেখা যায়, ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে হরিণটি। রান্নার ওভেন, থালা বাসন, টিভি সবই রয়েছে। এসবের পাশেই বসে রয়েছে হরিণটি।

ওই প্রতিবেদনে বলা হয়, তাড়ে খেয়ে হরিণটি একটি বাড়ির ছাদে উঠে পড়ে। এরপর ছাদের চাল ভেঙে ঘরে মধ্যে পড়ে যায় এবং সেখানেই গুটিসুটি মেরে বসে থাকে। ছাদ ভাঙার আওয়াজে ঘুম ভাঙে ঘরের বাসিন্দাদের। হরিণ দেখে অবাক হয়ে যান তারা। এরপর তারা বনবিভাগের কর্মীদের ফোন করেন। এরপর তারা এসে হরিণটিকে উদ্ধার করেন।

আরও পড়ুন:

জুয়া খেলায় বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

বন বিভাগের এক কর্মকর্তা জানান, সম্ভবত চিতাবাঘের তাড়াতেই লোকালয়ে চলে চলে এসেছিল হরিণটি। তাকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। হরিণ ঢোকার সময় ওই বাড়িতে পাঁচজন সদস্য ঘু্মাচ্ছিলেন। যদিও এই ঘটনায় তাদের কোনো ক্ষতি হয়নি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily