অনলাইনঃ
ঢাকার অদূরে নবাবগঞ্জ কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মোড়ল শনিবার সকালে ঢাকার খিলক্ষেত এলাকায় ট্রেন চাপায় নিহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত ইমরান উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরান বেশ কয়েক মাস যাবত নবাবগঞ্জ ছেড়ে ঢাকায় বসবাস করছিলেন।

শনিবার সকালে ঢাকার খিলক্ষেত এলাকায় ট্রেন চাপায় নিহত হন, এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদটি আমরা জানতে পারি।

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মুন্সি আশিকুর রহমান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের জানায় নি।

-এইচএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily