অনলাইনঃ
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে সামনাসামনি দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ‘করমর্দন’ শেখ হাসিনা। তবে ছবিটি আসল নয়, এটা মূলত এডিট করে বানানো হয়েছে।
দুটি ভিন্ন ছবিকে এডিট করে এটি তৈরি করা হয়। আর এই ছবিটি ২০১৯ সালের অক্টোবর মাসে বাংলাদেশি ও ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রকাশ করে। এমন খবর প্রকাশ করেছে বিডি ফ্যাক্টচেক।
বিডি ফ্যাক্টচেক জানায়, যেমন ২০১৯ সালের ২ অক্টোবর বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি এর ওয়েবসাইটে ‘শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী’ শিরোনামের খবরে ছবিটি ব্যবহার করা হয়েছে। একই দিনের ইনকিলাব’র এ সংক্রান্ত প্রতিবেদনেও এই ভুয়া ছবি ব্যবহার করা হয়। এরপরদিন কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি হান্ট-ও ভুয়া ছবিটি তাদের প্রতিবেদনে প্রকাশ করে।
সম্প্রতি পাকিস্তান নিয়ে সায়েন্স ফিকশন লেখক জাফর ইকবালের একটি মন্তব্যের জেরে এই ছবিটি নতুন করে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন অনেকে।
আসল ছবির বিষয়ে বিডি ফ্যাক্টচেক জানায়, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে শেখ হাসিনার ২০১৬ সালের মে মাসে জাপান সফরের সময় তোলা একটি ছবির একাংশ এবং ২০১৮ সালের অক্টোবর মাসে পাকিস্তানে ইরানের একটি প্রতিনিধি দলের সাথে ইমরান খানের সাক্ষাতের একটি ছবির একাংশ কেটে জোড়া লাগিয়ে ‘হাসিনা-ইমরান করমর্দনের’ ছবিটি তৈরি করা হয়েছে।
-কেএম