আন্তর্জাতিকঃ
চীনে করোনাভাইরাসের সংক্রমণেেএকদিনেই ১২১ জনের মৃত্যু হয়েছে।

এ যেন এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এ ভাইরাসের আক্রান্ত হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ভাইরাসটির উৎপত্তি স্থল হুবেই প্রদেশে মারা গেছে ১১৬ জন। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪৮৮ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার হুবেইপ্রদেশে মারা গেছেন ১১৬ জন। প্রদেশটিতে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো চার হাজার ৮২৩ জন। এ নিয়ে হুবেইতে আক্রান্তের মোট সংখ্যা ৫১ হাজার ৯৮৬ জনে দাঁড়ালো। এমন খবর প্রকাশ করেছে আলজাজিরা।

আর পুরো চীন জুড়ে এ ভাইরাসে নুতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯০ জন। এতে করে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ৬৫ হাজার।

এর আগে গত বুধবার ভাইরাসটির উৎপত্তি স্থল হুবেইপ্রদেশেই ২৪ ঘণ্টায় ২৪২ জনের মৃত্যু হয়। হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে চীন সরকার। ওই অঞ্চলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে চীনসহ সারা বিশ্বের।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের খবর আসছে, তাতে আক্রান্তের আসল খবর জানা যাচ্ছে না। কারণ ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, শুধু তাদের হিসাব পরিসংখ্যানে ধরা হচ্ছে। তাই এর প্রকৃত হিসাব বের করা বা জানা খুবই কঠিন ব্যাপার, যা আরেকটি আশঙ্কার কারণ।

চীনের সব প্রদেশসহ বিশ্বের ২৬ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ৫২৪ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট দুজন মারা গেছেন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপান।

জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস নামক প্রমোদতরীতে এখন পর্যন্ত ১৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। তিন হাজার ৭০০ যাত্রী নিয়ে বিলাসবহুল ওই প্রমোদতরীটি এখন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সর্বোচ্চ আক্রান্তের তালিকায় জাপানের পরেই রয়েছে সিঙ্গাপুর। যেখানে ৪৭ জনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪ জন বাংলাদেশি বলে জানা গেছে।

এ দিকে বৃহস্পতিবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, সিঙ্গাপুরে আগের দুই বাংলাদেশিসহ মোট ৪ বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই দুই রোগীর সংস্পর্শে ছিলেন এমন ১৯ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর সরকার। এর মধ্যে ১০ জনই বাংলাদেশি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily