বিনোদনঃ
আহমেদ রুবেল। অভিনেতা। সম্প্রতি ‘চিরঞ্জীব মুজিব’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। জুয়েল মাহমুদ পরিচালিত এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে ছবিটি নির্মিত হয়েছে। ১৯৪৭ থেকে ১৯৫২- এ সময়কাল নিয়ে এর গল্প। আগে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে কোনো কাজ হয়নি। সে রকম একটি কাজ করা অবশ্যই চ্যালেঞ্জিং। বঙ্গবন্ধু আমাদের এক অনুভূতির নাম। তার জীবনীর ছবিতে অভিনয় করা অন্যরকম এক ব্যাপার। বঙ্গবন্ধু যখন মারা যান, আমি তখন তৃতীয় শ্রেণিতে পড়ি। তাকে যতটুকু দেখেছি, তার চরিত্রে অভিনয় আমার জন্য বড়ই দুঃসাহস। চেষ্টা করছি।
আমি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর সমর্থক। নতুন করে তার আত্মজীবনী পড়তে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি। আত্মজীবনীতে যে রকম বর্ণনা আছে, তা চরিত্রে ধারণ করেছি। তার অনুজ ও অগ্রজ, যারা ছিলেন তাদের কথা ও তিনি কী করে একটি রাজনৈতিক দল গঠন করলেন, তা বিস্তারিত লেখা রয়েছে। এ ছাড়া নানা পারিপার্শ্বিকতা থেকে অনেক কিছু আবিস্কার করেছি।
-সংগৃহিত