রাজনীতিঃ
চিকিৎসা নিতে বিদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন জানিয়েছেন, দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া ও তার পরিবার দোয়া চেয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসার পথে ওমরাহ করার ইচ্ছাও আছে সাবেক প্রধানমন্ত্রীর।

সোমবার (৬ জানুয়ারি) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে বিস্তারিত জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা জিয়া। সঙ্গে তার ৬ জন চিকিৎসক ও পরিবারের সদস্যরা থাকবেন।

এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে দোহা, দোহা থেকে লন্ডনে পৌছাবেন বেগম জিয়া। লন্ডন এয়ারপোর্টে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান।

লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরিক্ষার পরই পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে যাওয়ার কথা থাকলেও তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে ৭ জানুয়ারি দিন নির্ধারণ করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily