অনলাইনঃ
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়া ঠেকাতে ঈদের ছুটিতে ৪ জেলা থেকে যাতায়াত বন্ধ রাখাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। অধিক সংক্রমিত এ জেলাগুলো হল – ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে অনুরোধ করেন। গতকাল ১৫ জুলাই, বুধবার এ চিঠিটি দেয়া হয়।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ অবস্থায় এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দেশের বেশিরভাগ করোনারোগী এই চারটি জেলায় শনাক্ত হয়েছেন। যে কারণে ইতোমধ্যে জেলাগুলোর বিভিন্ন স্থানে লকডাউন কার্যকর রয়েছে। এছাড়া বিভিন্ন অংশে সীমিত রয়েছে যান বাহনের চলাচল।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily