অনলাইন ডেস্কঃ

বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ব্যাংকের বিভিন্ন চাকরী ও সরকারি চাকরির নিয়োগে ডিজিটাল জালিয়াত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।

এর মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তাও। বুধবার রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সিআইডির এএসপি (মিডিয়া) শারমিন জাহান সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কারণে এ পর্যন্ত সর্ববৃহৎ চক্রকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন।

কিছুক্ষণের মধ্যেই মালিবাগস্থ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily