৩৮২ ফুটেজ ও ১০ থেকে ১২ক্যামেরার সাহায্যে

আইন আদালতঃ
রাজধানীর সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যানের ক্রিসেন্ট লেকের মশৃণ রাস্তায় পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দেয়া সেই ঘাতককে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

এছাড়া চাপা দেয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ইব্রাহীমপুর থেকে গাড়িটি জব্দ করা হয়।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

শেরেবাংলা থানা সূত্রে জানা যায়, দুপুরে আটকের পর ওই চালককে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গেল ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান রেশমা নাহার রত্না।

রেশমা নাহার রাজধানীর আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি নড়াইলে। ঢাকায় মিরপুরে থাকতেন। তিনি পর্বতারোহী ছিলেন এবং নিয়মিত বাইসাইকেল চালাতেন।

আর চালক নাইমের বাড়ি কিশোরগঞ্জে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। মাইক্রোবাসটি ব্যক্তিমালিকানাধীন। একটি কোম্পানিকে সেটা ভাড়া দেওয়া হয়। নাইম ওই কোম্পানির হয়েই গাড়ি চালাচ্ছিলেন। রাজধানীর ইব্রাহিমপুরের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো চ ১৫৩৬৮৫।

৩৮২টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে হয়েছে। ১০ থেকে ১২টি সিসি ক্যামেরা থেকে এই গাড়ির ছবি পেয়েছি। নম্বর বের করতে আমাদের এত দিন সময় লেগেছে। কোনোভাবেই আমরা নম্বর বুঝতে পারছিলাম না। পরে নিজেরা গ্যারেজে গ্যারেজে গিয়ে নজরদারি করি। একপর্যায়ে আমরা চারটা গাড়িকে চিহ্নিত করি। যার মধ্যে একটি গণমাধ্যমের, একটি সূত্রাপুরের, একটি সাভারের এবং আরেকটি ইব্রাহিমপুরের। পরে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি নাইমের চালানো গাড়িই সেই গাড়ি। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এই গাড়িই তিনি চালাচ্ছিলেন।’

রেশমার পরিচিতজনেরা জানান, রেশমা পেশায় একজন শিক্ষক হলেও তার ধ্যান জ্ঞান সব ছিল পর্বতারোহণকেই ঘিরে। আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত মাউন্ট কেনিয়া সহ দুটি ছয় হাজার মিটারের পর্বতারোহণের সাফল্য তার ঝুলিতে ছিল। দেশে বিদেশে বেশ কয়েকবার হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন।

-শি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily