খেলার খবর, ফুটবলঃ
টানা দুই মৌসুমে ফাইনাল নিশ্চিত করেও শিরোপাবঞ্চিত হতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০১৫ ও ২০১৬ সালে দুইবারই চ্যাম্পিয়ন হয় চিলি।

২০১৯ সালের আসরে সেমিফাইনালে উঠেছিল লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। যদিও শেষ পর্যন্ত ব্রাজিলের কাছে থামতে হয় তাদের। রোববার (৭ জুলাই) সকালে কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আলবেসিলেস্তেরা।

এই ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় তুলেছে তারা। এতে টানা চর্তুথবারের মতো শেষ চার নিশ্চিত করল দলটি।

পেদ্রো লুডোভিকো অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি ছিল মেসিময়। দুটি গোল করানোর পাশাপাশি ফ্রি কিকে দুর্দান্ত এক গোল দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily