চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রামের হাটহাজারীতে ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
নিহত দুই শিশু হচ্ছে- রাজিয়া সুলতানা (১১), তামিম (৩)। দগ্ধ অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চমেক বার্ন ইউনিট কর্তৃপক্ষ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার মো. আলাউদ্দিন (এএসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমানবাজার এলাকার খোশাল শাহ রোডের একটি ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় ভবনের ভাড়াটিয়া সুলতান আলীর মেয়ে রাজিয়া সুলতানা (১১), আবুল কালামের মেয়ে রুবি আক্তার (১৫), আনোয়ার হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার (২৫) এবং তার দুই সন্তান ইয়ামীন (১) ও তামিম (৩) আহত হন। আহতের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছিলেন, গ্যাসের লাইন ফুটো হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার গ্যাসের লাইন পরীক্ষা করা হবে।
-এসকে