সারাদেশঃ
চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড় এলাকায় তৈরি পোশাকের খুচরা বাজার ‘জহুর হকার্স মার্কেটে’ আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিনের তিনটি স্টেশন থেকে ১০টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায়।

ফায়ার ব্রিগেড়ের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনাতে কাজ করছেন। আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে, সেটিও এখনো জানা যায়নি।

এদিকে স্থানীয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, লালদিঘীর পাড় থেকে জুবিলি রোড পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ হকার্স মার্কেটের মাঝামাঝিতে আদালত ভবনের পাহাড়সংলগ্ন দোকান ও গুদামে আগুন লেগেছে। দোকান ও গুদামগুলোর প্রায় সবই সেমিপাকা।

তবে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান ওসি।

গরিব-মধ্যবিত্তের স্বল্পমূল্যের পোশাকের বাজার হিসেবে পরিচিত হকার্স মার্কেটে হাজারেরও বেশি ছোট-বড় দোকান আছে। এর আগে ২০১৯ সালের ১৯ অক্টোবর জহুর হকার্স মার্কেটে আগুনে শতাধিক দোকান পুড়েছিল।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily