মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ

“ম্যায় শায়ের তো নেহি, মাগার এয় হাসিন, জাবসে দেখা ম্যায়নে তুঝকো, মুঝকো শায়েরি আগ্যায়ি………!”

সত্তর দশকের সুপারহিট ছবি ববির সুপারহিট গানের হিরো “চকোলেট বয়’ ঋষি কাপুর আর নেই।

বিশ্বাস কর‍তে কষ্ট হচ্ছে। আমার ছেলে আমাকে দুঃসংবাদটা দিলো। আমি কি শুনলাম বুঝতে পারলাম না।
ওর দিকে তাকিয়েছিলাম কয়েক মূহুর্ত। আমার সব অনুভূতি অবশ হয়ে গিয়েছিল। আমার কোনো রিএক্ট ছিলো না।

ছেলে চোখ বিস্ফোরিত করে আমার দিকে তাকিয়ে রইলো। ঋষি আমার প্রিয় নায়ক এটা সে জানে। তাই হজম কর‍তে কষ্ট হচ্ছিলো।

ঋষি কাপুর কয়েক বছর যাবত ক্যান্সারের সাথে লড়ছিলেন। আমেরিকায় ক্যান্সারের চিকিৎসাও করেছেন।
তারপর ফিরে গেছেন ভারতে। চেক আপের জন্য আমেরিকায় আসা হত। তাঁর সার্বক্ষণিক সঙ্গী ছিলেন স্ত্রী একসময়ের জনপ্রিয় নায়িকা নীতু সিং।

মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি কয়েকদিন আগে ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছিলেন। এরপর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় ৮ ঘন্টা আগে।

ডাক্তাররা তাঁকে বাঁচাতে পারেননি। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বড়ভাই রনধীর কাপুর।

ঋষি কাপুেরর বিষয়ে অমিতাভ বচ্চন বলেছেন, তিনি কিছুই ভাবতে পারছেন না। তাঁর বুক ভেঙে গেছে। ৬৭ বছর বয়সে পৃথিবীকে আলবিদা জানান সত্তর দশকের চকোলেট হিরো ঋষি কাপুর।

ঋষি কাপুরের দুই ছেলেমেয়ে। ছেলে রনবীর কাপুর সফল চিত্রতারকা। মেয়ে রিদ্ধিমা কাপুর বিজনেসের সাথে জড়িত। ঋষি কাপুর, আপনি পরলোকে শান্তিতে থাকুন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily