অনলাইনঃ
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশব্যাপী সব মসজিদে বাদ জুমআ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

মোনাজাতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। পরের দিনে (২৩ ফেব্রুয়ারি) নিহতদের স্মরণে বিএনপি শোক দিবস পালন করবে।

দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily