কূটনৈতিকঃ
ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ঘটনায় শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান। খবর বাসসের

পুতিন বলেন, ঢাকায় এক অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর মিলারও পুরান ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডের এ ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় মিলার বলেন, ‘এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের জনগণ এবং দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য চিন্তিত এবং তাদের জন্য প্রার্থনা করছি।

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টাতে বুধবার রাতের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।

-টিটি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily