ঘাটে পৌঁছেই ডুবে গেল রো রো ফেরিটি!

ঘাটে পৌঁছেই ডুবে গেল রো রো ফেরিটি!
ঘাটে পৌঁছেই ডুবে গেল রো রো ফেরিটি!

সারাদেশঃ
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কি কারণে ফেরিটি ডুবে যায়, তা জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ।

ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

ডুবে যাওয়ার আগে মাঝনদীতে ওই ফেরিটির তলা ফেটে যায় বলে জানা গেছে। ফেরি ডুবার পর উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস।

ফেরিটিতে মোট ১৭টি যানবাহন ছিল। তীরে আসার পর কয়েকটি যানবাহন ফেরি থেকে নামার এরপরই ফেরিটি উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা হয়নি। উদ্ধারকাজ চলছে।

-কেএম

FacebookTwitter