সারাদেশঃ

মানিকগঞ্জে ঘরে ঢুকে এক শিশুসন্তানসহ মাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

৯ জানুয়ারি, বৃহস্পতিবার ভোরে সাটুরিয়ায় উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে নিজ বাড়ির ঘর থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এমন তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- মা পারভিন আক্তার (২৫) ও তার ছেলে নূর হোসেন (৪)। পারভীনের স্বামী মঞ্জু মিয়া সৌদি আরবে থাকেন।

এ বিষয়ে নিহতের স্বজনরা জানান, উত্তর কাউন্নারা গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার ও তার চার বছরের ছেলে নূর হোসেন তাদের দুইতলা ফ্ল্যাট বাসায় থাকতেন। ৮ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় গৃহ শিক্ষিকা রহিমা বেগম নুর হোসেনকে পড়িয়ে চলে যান। বৃহস্পতিবার নূর মাদ্রাসায় পড়তে না যাওয়ায় আশে পাশের সহপাঠিরা তাকে ডাকতে এলে নুরের দাদী রোমেনা বেগম নাতিকে ডাকতে যান।

স্বজনরা আরো জানান, তিনি নূরকে ডাকতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখেন তার নাতি ও ছেলের স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। পারভীনের শাশুড়ি প্রতিবেশিদের ডাকাডাকি করে বিষয়টি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মতিয়ার রহমান বলেন, ‘পারভীনকে গলা কেটে আর শিশুটিকে পেটে ছুরিকাঘাত করেহত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily