অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি নুরে আলম ফারাশ নুরুকে মিথ্যা মামলায় গ্রেফতার এবং সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ মুন্না’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এছাড়া ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানা শাখার যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল ইসলাম সিজু, শাহ আলী থানা শাখার যুগ্ম আহবায়ক আহমেদ আলী এবং বাড্ডা থানা শাখার নেতা মোঃ আলমকে গ্রেফতার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে গ্রেফতার এবং মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর নির্মম ও অমানবিক আচরণে সারাদেশটাই এখন একটা বিশাল কারাগারে রুপান্তরিত হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও অসত্য মামলা দায়ের এবং গ্রেফতারের যে হিড়িক চলছে তাতে এ কথা সন্দেহাতীতভাবে বলা যায় যে, সরকার তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে এখন আরও বেশী মাত্রায় বেপরোয়া ও মরিয়া হয়ে উঠেছে। সরকার সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্রের বিধি বিধানগুলোকে ধারাবাহিকভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে।

বর্তমান অবৈধ সরকারের আমলে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বিগ্ন। একটা স্বাধীন দেশে নিশ্চিন্তে মানুষের চলাফেরা কিংবা বেঁচে থাকার সামান্যতম গ্যারান্টিটুকুও যেন আজ বিলীন হয়ে গেছে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য এখন দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ভিন্ন কোন পথ খোলা নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি নুরে আলম ফারাশ নুরুকে মিথ্যা মামলায় গ্রেফতার, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ মুন্না’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানা শাখার যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল ইসলাম সিজু, শাহ আলী থানা শাখার যুগ্ম আহবায়ক আহমেদ আলী এবং বাড্ডা থানা শাখার নেতা মোঃ আলমকে গ্রেফতারের ঘটনা বর্তমান স্বৈরাচারী সরকারের চলমান ভয়াবহ দু:শাসনেরই নিরবচ্ছিন্ন অংশ। আমরা বর্ণিত নেতৃবৃন্দকে গ্রেফতার ও মিথ্যা মামলা দায়েরের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি করছি।

-প্রেস বিজ্ঞপ্তি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily