অনলাইন ডেস্কঃ
পৃথিবীতে অনেক কিছুই বিক্রি হয়। কিন্তু আস্ত একটা গ্রাম বিক্রির কথা কখনও কি শুনেছেন?
অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। দেশটি লেক ওয়েটাকি ভিলেজ নামের গ্রামটি বিক্রি করবে বলে বিজ্ঞাপন দিয়েছে।
এই গ্রামটি বিক্রি করতে ২ দশমিক ৮ মিলিয়ন মাকিন ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে।
নিউজিল্যান্ডের দুনেদিন থেকে ১৮০ কি.মি. উত্তরে অবস্থিত। ওই গ্রামে মোট আটটি বাড়ি, একটি রেস্টুরেন্ট এবং গাড়ি রাখার জায়গা আছে। কিন্ত গ্রামটি অনেক সুন্দর এবং মনোরম। যা প্রথম দেখাতেই যে কোনো পর্যটককে আকর্ষণ করবে।
সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, ১৯৩০ সালে পার্শ্ববর্তী একটি বাঁধ নির্মাণ প্রকল্পের কাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য ওই গ্রামটি গড়ে উঠেছিল।
১৯৮০ সাল নাগাদ বাঁধের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার দীর্ঘ দিন বাদে সেটিকে আর পর্যবেক্ষণের কোন প্রয়োজন ছিল না। ফলে ওই গ্রামের বাসিন্দারা একে একে গ্রাম ছেড়ে চলে যান। সেই থেকে লেক ওয়েটাকি গ্রাম হয়ে পড়ে পরিত্যক্ত।
তাই, এখন গ্রামটি নিউজিল্যান্ড বিক্রি করে দেবে। যে কোনও বিদেশি নাগরিক গ্রামটি কিনতে পারবেন না। কারণ নিউজিল্যান্ডের আইন অনুযায়ী দেশটির বৈধ নাগরিক ছাড়া দেশটির সম্পত্তি কেউ কিনতে পারেন না।
-পিকে