অনলাইনঃ

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেছেন, ‘বাজারে থাকা গ্রামীণফোনের সিমগুলো আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তাই চলতি ০১৭… ও ০১৩… নম্বর সিরিজের সিমগুলো আর পাওয়া যাবে না।’

তিনি বলেন, ‘আমাদের হাতে কোনো সিম নেই। খুচরা বিক্রেতাদের কাছে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলে আর সিম পাওয়া যাবে না।’

৩ ফেব্রুয়ারি, সোমবার রাজধানীর বসুন্ধরার জিপি হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সিম নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্টের জন্যও তা পাওয়া যাবে না বলে জানান ইয়াসির আজমান।

সংবাদ সম্মেলন জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন সিম বা রিপ্লেসমেন্টের জন্য ৩০ লাখ সিম জমে যায়। সে কারণে রিসাইকেলের (পুরনো বন্ধ সিম নির্দিষ্ট সময়ের পরে বিক্রির জন্য রেডি করা) জন্য বিটিআরসির অনুমতি পাওয়া যাচ্ছে না।

এ সময় সরকারের সঙ্গে বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোনের সংকটের ব্যাপারে প্রশ্ন করা হলে অপারেটরটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘সরকারের বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে যে সংকট চলছে তা তিন থেকে চার সপ্তাহের মধ্যে দৃশ্যমান উন্নতি হবে। তবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নতুন সিমের অনুমতি না দিলে গ্রামীণফোন বাজারে সিম সংকটে পড়বে।’

বাজারে প্রতিদিন গ্রামীণফোনের ৫০ হাজার সিমের চাহিদা আছে বলেও জানান গ্রামীন ফোনের প্রধান নির্বাহী।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily