সারাদেশঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে টিসিবির বোতলজাত ১৯৬ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
এ ঘটনায় টিসিবির ডিলারসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এএসপি ইফতেখারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
১৬ এপ্রিল, বৃহস্পতিবার বিকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল মুকসুদপুর উপজেলা সদরের টেংরাখোলা বাজার পোস্ট অফিস রেডে এই অভিযান চালায়।
আটককৃত টিসিবির ডিলার মুকসুদপুর উপজেলার পাথরাইল গ্রামের নিলু সরদার (৪০) ও টেংরাখোলা বাজারের ব্যবসায়ী কমলাপুর গ্রামের কুমারেশ রাহা (৪২)।
এ বিষয়ে এএসপি ইফতেখারুজ্জামান জানান, অতিরিক্ত লাভের আশায় টিসিবির পণ্য অবৈধভবে মজুদ করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ী কুমারেশ রাহার দোকানে অভিযান চালায় র্যাব। সেখান থেকে দুই লিটার ওজনের বোতলজাত ৯৮ বোতল সয়াবিন তেল উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত সয়াবিনের পরিমাণ মোট ১৯৬ লিটার।
তিনি আরো জানান, টিসিবির ডিলার নিলু সরদার ওই তেল সাধারণ মানুষের কাছে বিক্রি না করে ব্যবসায়ী কুমারেশ রাহার কাছে কালো বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হন। কুমারেশ অতিরিক্ত মুনাফার আশায় এ সয়াবিন টিসিবির ডিলাবের কাছ থেকে ক্রয় করে মজুদ করেন। এসব অপরাধে টিসিবির ডিলার ও অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।
এর আগে ১৫ এপ্রিল, বুধবার বক্স খাটের ভেতর থেকে টিসিবি ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায়ও দুজনকে আটক করা হয়। আটককৃত হানিফ মিয়া ও লাল মিয়া কালোবাজারি করে বিক্রির উদ্দেশ্যে এসব তেল মজুত করেছিলেন।
-কেএম