আমিরুল ফয়সলঃ
দুনিয়ার সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লেখাতে যাচ্ছে ঢাকার সাভারের ‘শিকড় এগ্রো’ খামারের গরু ‘রাণী’।
রাণী’র বয়স ২৩ মাস হলেও ওজন মাত্র ২৮ কেজি। ভূটানি জাতের গরুটি লম্বায় ২৭ ইঞ্চি এবং উচ্চতায় ১৮ ইঞ্চি।
প্রসঙ্গত, বর্তমানে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসভুক্ত গরুটির ওজন ৪০ কেজি।
শিকড় এগ্রোর নির্বাহী পরিচালক মুজতবা আবদুল আহাদ জানিয়েছেন, শিগগিরই বিশ্বের সবচেয়ে ছোট গরুটি বিক্রয় করা হবে।
শিকড় এগ্রো কর্তৃপক্ষের তরফ থেকে প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে পাঁচ (৫) লাখ টাকা।
-শিশির