আইন আাদালতঃ

মুন্সীগঞ্জে একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে সাড়ে ছয় মেট্রিক টন পেঁয়াজ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৬ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলার সিরাজদিখান টেঙ্গুরিয়াপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার।

এ সময় কারখানার মালিক রুহুল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে টেঙ্গুরিয়া পাড়া গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে। পেঁয়াজগুলো জব্দ করে কারখানায় তালা ঝুলিয়ে দেয়া হয়। পেঁয়াজগুলো পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। এ পেঁয়াজ নিলামে বিক্রি করা হবে।

এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার জানান, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গার্মেন্টসের ভেতরে প্রায় সাড়ে ছয় মেট্রিক টন পেঁয়াজ মজুদ অবস্থায় পাই। গার্মেন্টস মালিক রুহুল আমিনকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯/ক ১০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করি। মালামাল ক্রোক করা হয়েছে।

এগুলো নিলামে বিক্রয় করা হবে। সে পর্যন্ত সিরাজদিখান থানার তত্ত্বাবধানে থাকবে।’

-এসকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily