অনলাইনঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে গাউছিয়া মার্কেটে মারধর করেছেন এক দোকানদার। শুক্রবার আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। দোকানদারের সাথে পণ্যের দাম নিয়ে কথা বলার পর একপর্যায়ে হেনস্তার শিকার হন তিনি।

মারধরের শিকার ওই ছাত্রী সংবাদিকদের বলেন, আজ দুপুরে কেনাকাটা করতে তাঁর এক বান্ধবীকে নিয়ে তিনি গাউছিয়া মার্কেটে যান।

মার্কেটের নিচতলায় ইয়েলো কালেকশন নামে একটি দোকানে গিয়ে অলংকারের দাম জানতে চান তিনি। প্রথমে এক দোকানদারের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় পেছনে ক্যাশ কাউন্টারে বসা এক ব্যক্তি বলেন, এক দাম ১০০ টাকা। নিলে নেন, না কিনলে দোকান থেকে বের হয়ে যান।

এভাবে কথা বলার কারণ জানতে চাইলে সেই দোকানদার চিৎকার করে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন। একপর্যায়ে মেয়েটির কাছে এসে তাঁর গায়ে হাত দিতে চাইলে মেয়েটি বাধা দিলে তাঁকে চড় মারেন। তারপর ঘাড় ধাক্কা দিয়ে মেয়েটিকে দোকান থেকে বের করে দেন তিনি।

ঘটনাটি দেখেছেন এমন কয়েজন জানান, ঘটনার সময় আশপাশের দোকানিরা ইয়েলো কালেকশনের দোকানির পক্ষ নিয়ে গালমন্দ করতে থাকেন। তাঁরা ওই মেয়েকে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য করেন।

ছাত্রী আরো জানান, গাউছিয়া মার্কেটের ঘটনার পরে বান্ধবীসহ তিনি পাশের হকার্স মার্কেটে যান কিন্তু সেখানেও ইয়েলো কালেকশনের দোকানদার আরো কয়েকজনকে নিয়ে তাঁদের অনুসরণ করতে থাকেন। ওই দুই মেয়ে অন্য দোকানে কেনাকাটা করতে গেলেও সেখানে পণ্য বিক্রি করতে নিষেধ করেন সেই দোকানদার।

এই সময় প্রায় আধঘণ্টার মতো ওই দুই মেয়েকে অবরুদ্ধ করে রাখেন সেই দোকানদার ও তার সহযোগীরা। পরে নিউমার্কেট থানায় যোগাযোগ করার পর ছাত্রী দুজনকে বের করে আনা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, এই ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।
-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily