গণহত্যার ব্যাখ্যা সংকীর্ণভাবে দেওয়া হচ্ছে

কূটনৈতিকঃ
রাখাইনে যা ঘটছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ঘটনাকে কীভাবে গণহত্যা বলা যায়? সংঘাত হচ্ছে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে।

মুসলমানরা এই সংঘাতের অংশ নয়। সেখানে গণহত্যার ঘটনা ঘটছে না বলে আন্তর্জাতিক বিচার আদালতে দাবি করেছে মিয়ানমার।

মিয়ানমারের পক্ষে তাদের এজেন্ট আদালতকে বলেন, গণহত্যার ব্যাখ্যা সংকীর্ণভাবে দেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকতে হয়।

কিন্তু, আদালতে তেমন কিছু উপস্থাপন করা হয়নি। সাধারণ অপরাধকে গণহত্যা বলার চেষ্টা করা হচ্ছে।

মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে সে বিষয়ে বলা হচ্ছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুযায়ী। বলা হচ্ছে, এ জন্যে মিয়ানমার সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো দায়ী।

বলা হচ্ছে, রাখাইন রাজ্যে যা করা হয়েছে তা গণহত্যার সামিল। কিন্তু, তারা কোনো রেফারেন্স দিতে পারেনি বলে উল্লেখ করেন তিনি।

-কেএম

FacebookTwitter