গণস্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ৫০১ চিকিৎসকের নিন্দা

অনলাইন ডেস্কঃ

বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাফরউল্লার প্রতিষ্ঠান গণস্বাস্থ্যে বর্বর সন্ত্রাসী হামালার প্রতিবাদে ৫০১ জন বিশিষ্ট চিকিৎসক তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

চলমান রাজনৈতিক সংকট সমাধানে ও গণতন্ত্র পুনঃরুদ্ধারে মূখ্য ভূমিকা পালনকারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ্্র নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ঢাকার আশুলিয়াস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে পিএইচএ ভবনে গত ২৭/১০/২০১৮, শনিবার, সকাল ১০:০০টায় কতিপয় সন্ত্রাসী গেইট ভাঙ্গচুর করে ভিতরে প্রবেশ করে লুটপাট ও ছাত্রীদের উপর বর্বর হামলা চালায়। জনবিচ্ছিন্ন সরকার ভোটের আগ মুহুর্তে ভীত সন্ত্রস্ত হয়ে প্রতিপক্ষকে দমনের অংশ হিসেবে এই নির্মম হামলা চালায়। ছাত্রীদের উপর এই হামলা নারীর অধিকারের চরম লঙ্ঘন। হামলা পরবর্তী সরকারের নিরবতাই প্রমাণ করে তাদের মদদেই এই বর্বরতা।

এই সন্ত্রাসী হামলাসহ দেশের জনগণের সকল মৌলিক অধিকারের বিষয়ে দেশের চিকিৎসক সমাজসহ সমগ্র জাতি আজ চরম উদ্বিগ্ন। আমরা চিকিৎসক সমাজ এই হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।

-এসএম

FacebookTwitter