অনলাইনঃ

বাড্ডায় ঘটে যাওয়া তাসলিমা রেনু গণপিটুনিতে হত্যায় সরাসরি জড়িত আবুল কালাম আজাদ ও কামাল উদ্দিনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আর গ্রেপ্তার কিশোর ওয়াসিমকে সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত।

আসামীদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরই মধ্যে হত্যায় জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন অভিযুক্ত আরেক ব্যবসায়ী জাফর হোসেন।

বাড্ডার একটি স্কুলের ভেতর নৃশংসভাবে রেনুকে পিটিয়ে হত্যা ঘটনায় নেতৃত্ব দেয়া এক যুবকের নাম হৃদয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও গোয়েন্দারা যে ৮ জনকে শনাক্ত করেছে, তাদের মধ্যে ৫ জনকে আটক করলেও হৃদয় এখনও ধরা ছোঁয়ার বাইরে।
-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily