সারাদেশঃ
খুলনায় বাইপাস সড়কের লবনচরা থানার নিকট ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। নিহতরা ছাত্রলীগ ও যুবলী‌গের কর্মী বলে জানা গেছে।

রোববার রাত পৌনে বারোটার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ, র‌্যাব, পিবিআইসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কাজ সম্পন্ন করে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা হ‌ল: গোপালগঞ্জ জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মাহাবুব হাসান বাবু, সা‌দিকুল, উৎসব, আমিনুল ও বাগেরহাটের মোল্লার হা‌টের রাচ্চু।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান: খুলনা থেকে গোপালগঞ্জগামী প্রাইভেট কার (নং-ঢাকা মেট্রো-গ-৩৫-০০২৫) এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে উঠে গেলে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি প্রাইভেট কারের উপর উঠে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুটি লাশ রাস্তায় পড়ে থাকা অবস্থায় পান। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি গ্যাস কাটার দিয়ে কেটে কারের মধ্য থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

লবনচরা থানার এসআই মো: ইউসুফ আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান: প্রাইভেট কারটি খুলনা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। লনবচরা থানার অদুরে এসে রাস্তায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে গেলে বিপরীত দিক থেকে সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

-কেবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily