অনলাইনঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় ভীষণ অসুস্থ বলে জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে সাক্ষাৎ করে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, পিজি হাসপাতালের (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতলে) চিকিৎসকরা যে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন কারা কর্তৃপক্ষ তা মানছে না। তিনি ভীষণ অসুস্থ।

গত চার দিন তাকে ফিজিও থেরাপি দেয়া হয়নি। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে আমরা জোর দাবি জানাচ্ছি। নির্বাচন নিয়ে কোন কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম বলেছেন, জনগণের মধ্যে যে ঐক্য হয়েছে তা এগিয়ে নিয়ে যেতে।

দুপুরের পর মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান।

-কেকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily