অনলাইন ডেস্কঃ

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের ‍উত্তরে বলেন, সেটা তারা বলতে পারে। প্যারোলে মুক্তি যদি তিনি চান তাহলে আলোচনাতো খোলামেলা। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতেই পারে। তবে তার চিকিৎসা নিয়ে বিএনপি অনেক রাজনীতি করেছে। বাস্তবে বেগম জিয়ার অসুস্থতার বিষয়ে কোনোভাবে কারা কর্তৃপক্ষ অবহেলা করেনি। এখনতো চিকিৎসা নিয়ে কোনো কথা নাই।

সরকার হয়তো খালেদা জিয়ার জামিনে আর বাধা দেবে না-এমন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত আছে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টা এমন নয় যে এটা কোনো সাধারণ মামলা।

কাদের বলেন, গত ১০ বছর ধরে দুটি মামলা চলেছে। সময়মতো হাজিরা দিলে এ মামলা দুটির রায় অনেক আগেই হয়ে যেতে পারতো। অহেতুক একটা বিলম্ব তারা করেছেন। সেজন্য মামলার কাজ বিলম্বিত হয়েছে। মামলার সঙ্গে নির্বাচনকে সম্পৃক্ত করারতো কোনো যুক্তি নেই।

‘তিনি আরও বলেন, মামলা আমরা করিনি। বেগম জিয়াকে আমরা দণ্ড দেয়নি। কাজেই আমরা যেখানে দণ্ড দেয়নি সেখানে আমরাতো মুক্তি দিতে পারি না। এখন তারা আইনিভাবে চেষ্টা করুক। যদি কোনো অপশন থাকে আদালতে যেতে পারে। এর আগে প্রায় ৩০ মামলায় বেগম জিয়া জামিন পেয়েছেন। সেগুলোতে তো আমরা বাধা দেয়নি। এখন যে মামলার রায়ে দণ্ড প্রদান করা হয়ে গেছে, সেখানে জামিন দেবে কিনা-সেটা উচ্চ আদালত বলতে পারবে। এজন্য আইনিভাবে এগুতে হবে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily