রাজনীতিঃ
আজও জামিন হলোনা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। তার জামিন আবেদনের শুনানিটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মূলতবি করেছেন আদালত।

একই সাথে উল্লেখিত সময়ের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ প্রতিবেদন জমা দিতে আদালত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

শুনানি শেষে আজ ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার প্র্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশনা দেন। সকাল সোয়া ৯টার দিকে এ শুনানি শুরু হয়।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় চেয়ে বলেন, ‘এখনো খালেদা জিয়ার কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকী। এগুলো শেষ করে প্রতিবেদন তৈরি করতে হবে।’

খালেদা জিয়ার আইনজীবীরা এসময় এর প্রতিবাদ করে অন্তবর্তী জামিন প্রার্থনা করেন। পরে আদালত ১২ ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily