অনলাইন ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে নেয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, আজ সাক্ষাতে ম্যাডামকে যেভাবে দেখেছি তাতে তিনি কিভাবে আগের দিন আদালতে এসেছেন সেটা ভাবছি।

জয়নুল আবেদীন জানান, তিনি বাম হাত নাড়াতে পারেননা। বাম পাশ পুরো অবশ হয়ে গেছে। চোখেও প্রচন্ড ব্যথা হয়। চোখের ভবিষ্যত কি সেটা বলা যাচ্ছে না।

আমরা মনে করি কারাগারের ভেতরে রেখে তাকে চিকিৎসা না দেয়ায় এই অবস্থা হয়েছে তাই আমরা মনে করি আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়া হোক।

ইউনাইটেড, অ্যাপোলো বা যে কোন বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হোক। আগে চিকিৎসা তার পর বিচার।

খালেদা জিয়ার বিচার পাওয়ার অধিকার রয়েছে। তিনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী। এর আগে বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে আইনজীবীরা কারাগারে পৌঁছে সাক্ষাতের অনুমতি চান।

৫ টার কিছুক্ষণ আগে কারাগারে সাক্ষাতের জন্য প্রবেশ করেন। প্রায় ১ ঘন্টা সাক্ষাত শেষে সন্ধ্যা ৬ টার দিকে বের হন।

সাক্ষাতে যাওয়া আইনজীবীরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার, আইনজীবী এজে মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান ও জয়নুল আবেদিন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily