অনলাইন ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরামর্শ দিয়েছে সরকার গঠিত মেডিকেল বোর্ড।
গতকাল বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল-হারুন এক ব্রিফিংয়ে একথা জানান।
তিনি বলেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হতে চাইলে বঙ্গবন্ধু মেডিকেলই ভালো হবে বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। যদি উনি (খালেদা জিয়া) ভর্তি হতে চান তাহলে বিএসএমএমইউ হাসপাতাল প্রস্তুত আছে।
পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড শনিবার নাজিম উদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে। গতকাল সকালে তারা প্রতিবেদন হস্তান্তর করেন। হাসপাতালের পরিচালক বলেন, মেডিকেল বোর্ড যেটা পেয়েছেন, নতুন কোনো সিরিয়াস উপসর্গ যোগ হওয়া, এটা হয়নি।
তিনি বলেন, খালেদা জিয়ার আগে থেকেই রিউম্যাটয়েডআর্থ্রাইটিস (গেঁটে বাত) রয়েছে।
-পিকে