স্পোর্টসঃ
প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব না মেলার বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে আশার বেলুন ফুলাতে শুরু করেছিল বাংলাদেশ।
সেই দলটাই কিনা শেষ পর্যন্ত দেশে ফিরল টেবিলের তলানীতে দিকে থেকে! প্রত্যাশা আর বাস্তবতার মাঝে এতটাই ফারাক যে, মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।
সমর্থকদের প্রত্যাশা আর দলের বাস্তব অবস্থা মেনে তাই
ব্যর্থতার দায় নিজের ঘাড়েই নিচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সঙ্গে নিজেকে নিয়ে সব সমালোচনাও দিলেন উত্তর।
৯ ম্যাচে ৩ জয়ের পিঠে ৫ ম্যাচের হারে অষ্টম স্থানকে সান্ত্বনা মেনে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে।
যেখানে স্বপ্ন ছিল শেষ চারের। যে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু, শেষে দেখা গেল তারাই রানেরেটে এগিয়ে টাইগারদের উপরে।
শুধু দলই নয়, মাশরাফী নিজেও ভুলে যেতে চাইবেন এই বিশ্বকাপকে। ৯ ম্যাচে যেকয়জন বাংলাদেশি বোলার বল করেছেন তাদের মধ্যে সবচেয়ে উইকেট কম তারই। মাত্র একটি। সবেধন নীলমণি বলতে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট!
তাই স্বাভাবিকভাবে সমালোচনা ঘিরে ধরেছে মাশরাফী ও তার দলকে। অধিনায়ক তাতে অন্য কাউকে দোষী করতে চাইলেন না। নিজেই নিলেন সব দায়।
‘একজন অধিনায়ক হিসেবে দলকে যখন সাফল্যজনক জায়গায় না নিতে পারবো, তখন সমালোচনা আমাকে নিতেই হবে এবং দলের ব্যর্থতার দায়ভারও আমার। এটাই স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ হলে তাকেও নিতে হত। আমি পুরো দায়ভার নিচ্ছি।’
‘সমালোচনা হচ্ছে, হবে। বিশ্বে যেকোনো দেশে টুর্নামেন্টের পর সমালোচনা হয়। এটাই স্বাভাবিক। তবে একই সাথে এটাও বলবো যে, কিছু জিনিস আমাদের পক্ষে গেলে হয়ত ফলটা এমন হত না।’
-কেএম