ক্রিকেট থেকে উমর গুলের বিদায়

স্পোর্টসঃ

আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটকেও বিদায় জানালেন উমর গুল। দেশটির ঘরোয়া এক ম্যাচ শেষে চোখের জলে বিদায় হল পাকিস্তানের তারকা পেসার উমর গুলের।

১৬ অক্টোবর, শুক্রবার জাতীয় টি-টোয়েন্টি কাপে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন তিনি।

এই ম্যাচ শেষে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন তিনি। এ সময় সতীর্থ-প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সবাই তাকে সান্ত্বনা দেন। ব্যাট উচিয়ে গার্ড অব অর্নারও দেন তারা।

এদিন সাউদার্ন পাঞ্জাবের কাছে অপ্রত্যাশিতভাব বেলুচিস্তানের হারের পর এটিই শেষ ম্যাচ হয়ে গেল গুলের। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বেশ আগেই। জাতীয় দলের বাইরে ছিলেন ২০১৬ সালের ৪ সেপ্টেম্বরের পর থেকেই।

ঘোষণা দিয়েছিলেন, জাতীয় টুর্নামেন্ট দিয়েই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দীর্ঘ প্রায় ২০ বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানবেন তিনি। অবশেষে থেমে গেল ৩৬ বছর বয়সী এই পেসারের আগুনঝড়া বোলিং।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ১৪ এপ্রিল জন্ম নেয়া উমর গুলের পাকিস্তান ক্রিকেট দলে অভিষেক হয় ২০০৩ সালে।

-বি

FacebookTwitter