খেলার খরবঃ
জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল আর পেরে উঠতে পারলেন না মৃত্যুর সঙ্গে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন নিজ বাসভবনে। মৃত্যুর খবরটি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপা।

গত ১৪ মার্চ শংকটাপন্ন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় মোশাররফ রুবেলকে। সেখানে এক মাসের মতো থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠেন।

গত ১৭ এপ্রিল বাসায় নিয়ে যাওয়া হয়। তবে আবারও অসুস্থ হলে, এক দিন পর নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে।

গত ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর ছিটকে পড়েন ক্রিকেট থেকে। লম্বা সময় ধরে চলা চিকিৎসা নিয়ে কিছুটা সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে। যা এতটাই স্পর্শকাতর স্থানে রয়েছে তাতে শঙ্কায় পড়ে যায় ৪০ বছর বয়সী মোশাররফ রুবেলের জীবন।

প্রথমবার চিকিৎসা করাতে নেওয়া হয় সিঙ্গাপুরে। ফেরার পর ক্রিকেটে ফেরার কথা চিন্তা করলেও পরে আবারও অসুস্থ হয়ে পড়ে। এবার জীবনটাই থেমে গেছে।

২০০৮ সালে জাতীয় দলে অভিষেকের পর ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রুবেল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে নেন ১টি উইকেট। ২০১৬ সালে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে নেন ৩ উইকেট। এরপর বাদ পড়ে যান দল থেকে।

জাতীয় দলে থিতু হতে না পারলেও রুবেল ছিলেন ঘরোয়া লিগের অন্যতম সেরা খেলোয়াড়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে নেন ৩৯২ উইকেট। লিস্ট ‘এ’তে ১০৪ ম্যাচে নেন ১২০ উইকেট। এ ছাড়া ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে নেন ৬০ উইকেট।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily